ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৫৫ মিনিটে মাধবদী ফায়ার স্টেশনে খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টার পর ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর, ৫টা ৩৬ মিনিটে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হাজী জালাল উদ্দিনের মালিকানাধীন হাজী টেক্সটাইল কারখানার সিলিং অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের নিঝুম টেক্সটাইল ও আরিয়ান টেক্সটাইল কারখানায়। এতে তিনটি কারখানারই বড় ধরনের ক্ষতি হয়।
মাধবদী বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। তবে ভাগ্যক্রমে কেউ আহত বা নিহত হয়নি।
আরও পড়ুন: মতিঝিলে মেট্রোরেল স্টেশনের পাশের ভবনে আগুন
তিনি আরও জানান, নরসিংদী ফায়ার স্টেশন থেকেও দুটি সহায়ক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছিল, তবে আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের কাজ করতে হয়নি।
ভুক্তভোগী হাজী জালাল উদ্দিন বলেন, 'আমার তিনটি টেক্সটাইল কারখানা পুড়ে গেছে। এতে বিদেশি মেশিনসহ সুতা ও কাপড় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।' তবে, তিনি জানান, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·