অভিযোগ রয়েছে, প্রেমিক আশিক দেওয়ান শান্ত ও তার এক বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত আশিক দেওয়ান শান্ত শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী কিশোরীর বয়স ১৩ বছর, সে নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আশিক ও ভুক্তভোগী মেয়েটি টিকটকের মাধ্যমে পরিচিত হন এবং পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শুক্রবার (১১ এপ্রিল) আশিক মেয়েটিকে ঘুরতে নিয়ে যায় পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায়। পরে একই উপজেলার চলনা ইউনিয়নে নিজের নানির বাড়িতে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে রাতে সেখানেই অবস্থান করে। অভিযোগ অনুযায়ী, রাতে আশিক ও তার এক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করে।
আরও পড়ুন: ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি দাখিল পরীক্ষার্থীসহ ২ জন
ধর্ষণের ফলে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আশিককে আটক করে এবং পলাশ থানায় হস্তান্তর করে। আশিকের বন্ধু পালিয়ে যাওয়ায় তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, টিকটকের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ছেলেটি শুক্রবার পলাশে মেয়েটিকে তার নানির বাড়িতে নিয়ে গিয়ে বন্ধুসহ ধর্ষণ করে। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে ভুক্তভোগীর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।