গ্রেফতারকৃত যুবকের মো. সোহেল পাটোয়ারী রাজবাড়ী জেলার নাজমুল পাটোয়ারীর ছেলে।
নরসিংদী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শোভন আহমেদ বলেন, সদর উপজেলার সাহেপ্রতাব ২ নম্বর পয়েন্টে ডিউটিরত অবস্থায় দুপুর ২টা ৪৫ মিনিটে তিন যুবক এসে তাকে জানায় যে, পুলিশ ইউনিফর্ম পরা এক ব্যক্তি তাদের কালো রঙের পালসার মোটরসাইকেল সিগন্যাল দেখিয়ে থামিয়ে চাবি নিয়ে চালিয়ে চলে গেছে। এ সময় তার বুখে নেমপ্লেটে নাম লেখা ছিল সোহেল। সন্দেহ হওয়ায় সার্জেন্ট শোভন খোঁজ নেন। কিন্তু এমন কোনো নাম ট্রাফিক ডিভিশনের তালিকায় না থাকায় তিনি দ্রুত নরসিংদী জেলার মাধবদী, পচঁদোনা ও ভেলানগরে কর্মরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান।
এরপর মোটরসাইকেলটির মালিক শাহীনকে সঙ্গে নিয়ে সার্জেন্ট শোভন মাধবদীর দিকে রওনা হন। এ সময় মাধবদী ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ (টিএসআই) নইমুর রহমান ও তার ফোর্সসহ অভিযানে নামে এবং সন্দেহভাজন ব্যক্তিকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় গ্রেফতার করে মাধবদী থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন: কক্সবাজারে পর্যটককে মারধর করে মোটরসাইকেল ছিনতাই
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের উদ্দেশে ইউনিফর্ম পরে ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করে প্রকৃত মালিক শাহীনকে ফিরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।