মোংলায় দুই শতাধিক অসহায়কে বিনামূল্যে চিকিৎসা প্রদান

৮ ঘন্টা আগে
বাগেরহাটের মোংলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল ও আশপাশের এলাকায় এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

 

এতে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট রাইহানুল জান্নাহ। 

 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য আমরা নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিক্যাল ক্যাম্পেইন।’

 

আরও পড়ুন: মোংলায় ৯৪ হতদরিদ্র পরিবার পাচ্ছে ‘স্বপ্নের ঘর’

 

তিনি আরও বলেন, ‘শুধু চিকিৎসাসেবাই নয়, স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোস্ট গার্ড কর্মকর্তারা সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন। এতে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধ, সুন্দরবনে অবৈধ জাল ব্যবহার বন্ধ, মৎস্য ও বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।

 

চিকিৎসাসেবা প্রদানের সময় স্থানীয় প্রশাসন, বন বিভাগ, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন