মালয়েশিয়ায় লরিচাপায় বাংলাদেশিসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু

৮ ঘন্টা আগে
মালয়েশিয়ার মেলাকা রাজ্যের জাসিন জেলার সেরকামের লেবুহ এএমজে মহাসড়কে একটি লরি ও গাড়ির সংঘর্ষে বাংলাদেশিসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে, আবদুল্লাহ শাহেদ (৪৫) নামে একজন বাংলাদেশি এবং ভিয়েতনামের নাগরিক নগুয়েন থান লোয়ান (৪৬) ঘটনাস্থলেই মারা যান বলে মেডিকেল টিম নিশ্চিত করেছে। 

 

সিনিয়র ফায়ার অফিসার (অপারেশন কমান্ডার) মোহাম্মদ শাহরিল জাউনি জানান, তারা ভোর ৫টা ৫৩ মিনিটে জরুরি ফোন পান। এরপর বুকিত কাটিল এবং মেরলিমো ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

 

অপারেশনাল রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, একটি নিসান ইউডি লরি এবং একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, যার ফলে দুই ভুক্তভোগী লরির নিচে চাপা পড়ে আছেন। 

 

আরও পড়ুন: কুয়ালালামপুরে পাঁচ মাসে বাংলাদেশিসহ আটক ১ হাজার ৭৮৯ জন

 

পরে উদ্ধারকারী দল বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ভুক্তভোগীদের বের করে আনে। 

 

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় (কেকেএম) বিষয়টি নিশ্চিত করেছে এবং তাদের দু’জনকেই মৃত ঘোষণা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন