নরসিংদীতে দিনব্যাপী র‍্যাবের বিশেষ টহল ও তল্লাশি

১ সপ্তাহে আগে
নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দিনব্যাপী বিশেষ টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১১ সিপিএসসি, নরসিংদী।

মঙ্গলবার (৫ আগস্ট) শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।


র‍্যাব-১১ এর একাধিক দল শহরের বিভিন্ন মোড়ে মোড়ে, বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা, বাসাইল, ইটাখোলা, পাঁচদোনা ও সাহেপ্রতাপ এলাকায় ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম চালায়। এর পাশাপাশি সোমবার (৪ আগস্ট) দিনগত রাতেও এসব এলাকায় সক্রিয় ছিল র‍্যাব সদস্যরা।


র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুয়েল রানা জানান, বর্তমান পরিস্থিতি এবং ৫ আগস্ট উপলক্ষে জেলায় আয়োজিত বিভিন্ন প্রোগ্রামের নিরাপত্তার কথা মাথায় রেখে এ বিশেষ টহল ও তল্লাশির চালানো হয়।


আরও পড়ুন: হবিগঞ্জে র‍্যাবের হাতে ধরা চোরচক্র, গাড়ি উদ্ধার


তিনি আরও বলেন, মহাসড়কে যেন কোনও যাত্রী বা যানবাহন ছিনতাই বা ডাকাতির শিকার না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং মহাসড়কে এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন