নরসিংদীতে কিশোর গ্যাং নেতা অনিক গ্রেফতার

৩ সপ্তাহ আগে
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর হেতেমদী এলাকার কিশোর গ্যাং নেতা মো. অনিক জামানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার হেতেমদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান।


গ্রেফতার অনিক চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মনিরুজ্জামান মনিরের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, অনিকের নামে দেশের বিভিন্ন থানায় নানা অপরাধে ৫ থেকে ৭টি  মামলা রয়েছে। তিনি এলাকার কিশোর অপরাধ চক্র কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রছায়ায় থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি বিএনপির নেতাকর্মীদের ছত্রছায়ায় চলাফেরা করা শুরু করেন।


আরও পড়ুন: ফেনীতে হত্যাচেষ্টাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার


মনোহরদী থানার এসআই মো. মেহেদী হাসান বলেন, জনশ্রুতি রয়েছে তিনি মাদক কারবারি। তার নামে নানা অপরাধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আটক করে দস্যুতা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন