নরসিংদীতে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

৩ সপ্তাহ আগে
নরসিংদী শহরের বাসাইল শাপলা চত্বর এলাকায় চাঁদা না দেয়ায় পাঁচতলা ভবন নির্মাণে বাধা এবং হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে।

রোববার (২০ এপ্রিল) নরসিংদী সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গোলাম মোস্তফা আলমগীর। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক।

 

আলমগীর অভিযোগ করেন, তিনি নিজ জমিতে ভবন নির্মাণ করতে গেলে শাপলা চত্বর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাঈনউদ্দিন প্রধানের ছেলে মো. নাদিম প্রধান (৩৫), জালাল উদ্দিন প্রধানের ছেলে ও ছাত্রলীগ নেতা শান্ত প্রধান (২৮), তবা মিয়ার ছেলে লিমন খান (২৯), ছায়েদ আলীর ছেলে মাসুম মিয়া (২৭) এবং অজ্ঞাত আরও ৪/৫ জন বাধা দেন এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আলমগীরসহ তার ভাইবোনদের ওপর হামলা চালান। এতে তার হাঁটুর হাড়ে ফাটল ধরে এবং অন্যরাও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

 

চিকিৎসা শেষে বাসায় ফিরে আসার পর মধ্যরাতে অভিযুক্তরা পুনরায় হামলার চেষ্টা করেন এবং বাড়িতে ইটপাটকেল ছোড়েন। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যান।

 

আরও পড়ুন: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

 

হামলায় আহত হন বাসাইল এলাকার কানু মিয়ার ছেলে গোলাম মোস্তফা আলমগীর (৩৬), জাহাঙ্গীর (৩৪), আতিকুল ইসলাম (৩২) ও হেনা বেগম (৪২)।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক নির্মাণ ঠিকাদার বলেন, ‘তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। চাঁদা ছাড়া এখানে কোনো বাড়ি নির্মাণ সম্ভব হয় না।’

 

ওসি মোহাম্মদ ইমদাদুল হক জানান, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন