নবীজির জীবনচরিত নিয়ে ‘সিরাতে রাসুলে কারিম সা.’

৪ সপ্তাহ আগে
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা হিফজুর রহমান সিওহারবি রচিত এবং হুসাইন আহমাদ খান অনূদিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভিত্তিক গ্রন্থ ‘সিরাতে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছে ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ইলহাম।

বইটিতে নবিজির জীবনের ঘটনাপ্রবাহ এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা আধুনিক পাঠক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য একযোগে উপযোগী ও প্রেরণাদায়ক। লেখক সিরাতচর্চার মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং তাঁর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করা।

 

গ্রন্থটির বৈশিষ্ট্য হিসেবে উল্লেখযোগ্য দিকগুলো হলো, প্রতিটি অধ্যায়ে কুরআনের আয়াত ও হাদিস সংযুক্ত করা হয়েছে, যাতে পাঠক সিরাতের বিষয়গুলো দলিলসহ বুঝতে পারেন এবং কুরআন–সুন্নাহ বোঝার সঠিক রুচি অর্জন করেন।

 

আরও পড়ুন: নবীজির প্রিয় স্ত্রী

 

প্রতিটি অধ্যায়ের শেষে ‘সারকথা’ ও প্রশ্নোত্তর পর্ব যুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থী ও সাধারণ পাঠক উভয়ের জন্যই বিষয়বস্তুর সারমর্ম অনুধাবনে সহায়ক। সিরাত সম্পর্কিত বিতর্কিত বিষয়গুলোর ক্ষেত্রে সংক্ষিপ্ত অথচ গবেষণাধর্মী ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে, যাতে মুসলমানরা ইসলামের সমালোচকদের আপত্তির যুক্তিসঙ্গত জবাব দিতে সক্ষম হন।

 

বইয়ের সূচনায় একটি ইতিহাসভিত্তিক ভূমিকা যুক্ত করা হয়েছে, যা পাঠকদের ইতিহাসচর্চায় আগ্রহী করে তুলবে। প্রচলিত সিরাতগ্রন্থের মতো বর্ষক্রম অনুসরণ না করে, ঘটনাগুলো হিজরতের পূর্ব ও পরবর্তী পর্ব অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, যাতে পাঠকের মনে বিষয়গুলো সহজে সংরক্ষিত থাকে।

 

বইটির প্রচ্ছদশিল্পী কাজী যুবাইর। ৩৮৪ পৃষ্ঠার এ গ্রন্থের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা।

]]>
সম্পূর্ণ পড়ুন