নববর্ষে দেখতে পারেন সেরা ৫ বাংলা সিনেমা

৬ দিন আগে
বাংলা সিনেমায় কালজয়ী সেরা এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো সব সময়ই দর্শকপ্রিয়তার শীর্ষে থাকে। নববর্ষের দিন পরিবারের সবাই মিলে তেমন কিছু সেরা বাংলা সিনেমা উপভোগ করে বরণ করে নিতে পারেন বাংলা নববর্ষকে।

আসুন এক নজরে জেনে নিই, পুরনো দিনের এমন ৫টি বাংলা সিনেমার নাম যেগুলোর কাহিনি, অভিনয়, মেকিং শুধু অতীতেই নয়, বর্তমান প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। এগুলো হলো-

 

১। হারানোর সুর: বাংলা সিনেমায় রোমান্টিকতা খুঁজতে গেলে কালজয়ী অভিনয়শিল্পী উত্তম কুমার আর সুচিত্রা সেন ছাড়া গতি নেই। এ সিনেমা স্মৃতিভ্রষ্ট এক যুবককে কেন্দ্র করে নির্মিত। যিনি চিকিৎসা গ্রহণের সময় বিয়ে করেন একজন নারী ডাক্তারকে। কিন্তু হঠাৎ একদিন পুরনো স্মৃতি ফিরে পেয়ে তিনি ভুলে যান তার বিয়ে, স্ত্রীর কথা। এ সিনেমার জনপ্রিয় একটি গান হলো, তুমি যে আমার ওগো তুমি যে আমার। যারা সুন্দর কাহিনির পাশাপাশি সুরেলা গানের সুরে হারিয়ে যেতে চান তারা নববর্ষের দিন ‘হারানো সুর’ সিনেমাটি দেখতে পারেন।

 

বামে সপ্তপদী ও ডানে স্বরলিপি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

 

২। সপ্তপদী: উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটির আরও একটি সেরা সিনেমার মধ্যে সপ্তপদী সিনেমাটি উল্লেখযোগ্য। এ সিনেমার জনপ্রিয় চরিত্র ডক্টর কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন। যে চরিত্রে অভিনয় করেছেন উত্তম-সুচিত্রা। এ সিনেমার কালজয়ী গান ‘এই পথ যদি না শেষ হয়’। যা এখনও সবার মুখে মুখে।

 

৩। স্বরলিপি: বাংলাদেশের রোমান্টিকধর্মী একটি সিনেমা স্বরলিপি। নাজনীন আহমেদের কাহিনিতে, আশীষ কুমার লোহর চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেন নির্মাতা নজরুল ইসলাম। সিনেমা এগিয়ে যায় এক ধনীর ছেলেকে কেন্দ্র করে। যিনি বাবার ব্যবসার কাজের পরিবর্তে সংগীতে ক্যারিয়ার গড়তে চায়। বাবার সঙ্গে এ নিয়ে বিবাদে জড়ালে তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং ঘটনাক্রমে প্রেমে পড়েন বাবারই বন্ধুর নাতনীর। গল্পের শেষে অসহায় এক গীতিকারকে সাহায্য করতে কনসার্টে বিনামূল্যে গান গাইতে আসেন নায়ক। মানবদরদী ছেলেকে দেখে তখন বাবা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

 

বামে মহানায়ক ও ডানে জীবন থেকে নেয়া সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

 

৪। মহানায়ক: বাংলাদেশের সিনেমায় মাস্টারপিস একটি সিনেমা বলা যেতে পারে আলোকবর্তী নির্মাতা আলমগীর কবিরের ‘মহানায়ক’ সিনেমাটি। এ সিনেমা নির্মিত হয়েছে প্লেবয় এক তরুণকে কেন্দ্র করে। যার প্রতারণার প্রথম অস্ত্র প্রেম। জীবনে অসংখ্য প্রেমিকা আসে তার। সে জীবনের চড়াই উতরাইয়ে সিনেমায় উঠে আসে উঁচুতলা আর নিচুতলার মানুষের বিভেদ, অন্যায়ের সাথে মানুষের বিবেককে জাগানোর কাজ। এ সিনেমার জনপ্রিয় একটি গান হলো, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।

 

আরও পড়ুন: নববর্ষে ছায়ানটের আয়োজনে যা থাকছে

 

৫। জীবন থেকে নেয়া: সিনেম্যাটিক মেটাফোর বলতে যা বোঝায় তা সফলভাবে ব্যবহার করা হয়েছে জীবন থেকে নেয়া সিনেমায়। বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী সিনেমা মনে করা হয় এ সিনেমাকে। একটি পরিবারের সঙ্গে রাষ্ট্রের সাদৃশ্য, সংগ্রামী মনোভাব, প্রতিবাদের ভাষা যেভাবে তুলে ধরা হয়েছে তা চমকপ্রদ। একই সঙ্গে দেশ, পরিবারকে ভালোবাসতে শেখায় জহির রায়হানের কালজয়ী এ সিনেমাটি।

 

আরও পড়ুন: ‘পাঁচফোড়ন’-এ আসছে পান্থ কানাইয়ের নতুন গান

 

]]>
সম্পূর্ণ পড়ুন