নববর্ষে ছায়ানটের আয়োজনে যা থাকছে

৩ সপ্তাহ আগে
বাংলা নববর্ষ ১৪৩২ সালকে বরণ করে নিতে প্রতিবছরের মতো এবারও আয়োজন সাজিয়েছে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। বর্ষবরণে ছায়ানটের ৫৮তম আয়োজনে এবার দেড় শতাধিক শিল্পী অংশ নেবেন।

ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্‌জীদা খাতুন প্রয়াত হওয়ায় এবারই প্রথম তার অনুপস্থিতিতে ছায়ানট সংস্কৃতি ভবনে চলছে শেষ মুহূর্তের মহড়া। শনিবার (১২ এপ্রিল) ছায়ানট ভবনে চূড়ান্ত মহড়ার পর রোববার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় নববর্ষ উদ্‌যাপনের ভেন্যু রমনা বটমূলে শিল্পীরা করবেন চূড়ান্ত মহড়া।

 

নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠান সূচি জানাতে শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে ছায়ানট। জানায়, বাঙালির প্রাণের অনুষ্ঠানে এবারও থাকছে বর্ণিল আয়োজন। বর্ষবরণের আয়োজনে নববর্ষের দিন ১২টি একক গান, ৯টি সম্মেলক গান এবং ৩টি কবিতা পাঠ করা হবে। ভোর সোয়া ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজন শেষ হবে সকাল সাড়ে ৮টায়।

 

আরও পড়ুন: নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন

 

নববর্ষের দিন ভৈরবী রাগালাপের মধ্য দিয়ে ভোরের আলোকে বরণ করে নেয়া হবে। নতুন আলো, প্রকৃতি, দেশপ্রেম, মানবপ্রেম, আত্মবোধন ও জাগরণের সুরবাণী দিয়ে সমাজকে আলোর পথে আসার আহ্বান জানানো হবে এবারের আয়োজনে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠানটি।

 

আরও পড়ুন: বর্ষবরণে রাজধানীতে যত আয়োজন

 

‘আমার মুক্তি আলোয় আলোয়’- এ প্রতিপাদ্য সামনে রেখে ছায়ানট এবার বাংলা নববর্ষ উদযাপন করবে। অন্ধকার ও কলুষতাকে পেছনে ফেলে বাঙালি আলোর দিকে এগিয়ে যাবে সে প্রত্যাশাই সুরে সুরে জানাবে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনটি।

]]>
সম্পূর্ণ পড়ুন