নতুন রেকর্ড গড়লেন এমবাপ্পে

১ সপ্তাহে আগে
মৌসুমের শেষ এল ক্লাসিকোর শুরুতেই এমবাপ্পের ঝলক। বার্সেলোনার মাঠে ১৪ মিনিটের মধ্যেই জোড়া গোল করে বসেন ফরাসি এই তারকা। আর তাতেই রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের ইতিহাস গড়লেন এমবাপ্পে।

তিন দশকের বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল চিলির কিংবদন্তি ইবান সামোরানোর। ক্লাবটির হয়ে শুরুর মৌসুমে (১৯৯২-৯৩) ৪৫ ম্যাচে ৩৭ গোল করেছিলেন এই ফুটবলার। এতদিন এই রেকর্ডটি ছিল তার দখলেই।  

 

আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোলের পর রাফিনিয়া-ইয়ামালের তাণ্ডব

 

রোববার (১১ মে) বার্সেলোনার বিপক্ষে পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সামোরানোর পাশে বসেন এমবাপ্পে। ১৪ মিনিটে ভিনিসিয়াসের থ্রু বল ধরে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরাসি, আর তাতেই নতুন রেকর্ড গড়েন তিনি। 

 

ম্যাচের ৭০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। বক্সের ভেতরে এমবাপ্পের উদ্দেশ্যে বল বাড়ান ভিনিসিয়াস। গোল মুখের সামনে থেকে আলতো টোকায় বল জালে জড়ান এমবাপ্পে।   

 

আরও পড়ুন: লা লিগায় সুপার হ্যাটট্রিক করে হলান্ডের দেশের স্ট্রাইকারের রেকর্ড

 

ইউরোপের সফলতম ক্লাব রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে এখন পর্যন্ত ৩৯ গোল করেছেন এমবাপ্পে। রবার্ট লেভানডোভস্কিকে (২৫) ছাড়িয়ে এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠলেন ফ্রান্সের এই তারকা।

]]>
সম্পূর্ণ পড়ুন