‘নতুন যুদ্ধে’ জড়ানোর সতর্কবার্তা লেবাননের

৩ সপ্তাহ আগে
লেবানন ‘নতুন যুদ্ধে’ জড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের নতুন করে হামলা চালানোর পর এই সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী সালাম।

শনিবার জারি করা সতর্কবার্তায় সালাম বলেন, ‘দক্ষিণ সীমান্তে ইসরাইলের নতুন করে সামরিক অভিযান লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনবে।’


লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুজন নিহত এবং আটজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

 

আরও পড়ুন:গাজায় ‘সর্বোচ্চ সংযম’ এবং শত্রুতা বন্ধের আহ্বান থাইল্যান্ডের


এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণের কমপক্ষে ১৪টি এলাকাকে লক্ষ্যবস্তু করেছে ইসরাইল।


গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে লেবাননের সমস্ত ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হওয়ার পর, দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য ইসরাইলকে দায়ী করেছে লেবানন।

 

এদিকে শনিবার সালাম ঘোষণা করেন, যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন সিদ্ধান্ত নেবে এবং তা করতে সকল নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আগের দিন, ইসরাইলি সেনাবাহিনী সীমান্তের ওপার থেকে ছোড়া রকেট প্রতিহত করার দাবি করার পর, দক্ষিণ লেবাননে কামান এবং বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী।

 

অন্যদিকে আলাদা এক বিবৃতিতে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তার দেশকে অস্থিতিশীল করার এবং সহিংসতা পুনরুজ্জীবিত করার ‘প্রচেষ্টার’ নিন্দা জানান। সংঘাত যাতে আর বাড়তে না পারে সেজন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জোসেফ।

 

হিজবুল্লাহর ওপর সর্বশেষ হামলার পক্ষে সাফাই গেয়ে ইসরাইল জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশ আজ সকালে রকেট হামলার প্রতিক্রিয়ায় হামলা চালায় তারা।

 

আরও পড়ুন:এবার লেবানন থেকে রকেট হামলায় কাঁপল ইসরাইল, পাল্টা বোমাবর্ষণ তেল আবিবের

 

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, তিনি এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ সেনাবাহিনীকে ‘লেবাননের সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে জোরালোভাবে পদক্ষেপ নেয়ার’ নির্দেশ দিয়েছেন।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন