বুধবার (২৩ এপ্রিল) আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে ‘সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীজনদের নিয়ে পথচলা’ শীর্ষক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাই, তেমনি সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও সেরা মন্ত্রণালয় হিসেবে পরিচিত করে তুলতে চাই। এজন্য বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ পেয়েছি, এ সৌভাগ্যটা উপলব্ধি করে আমরা পেছনের জঞ্জাল, দুর্নীতির ঊর্ধ্বে থেকে মন্ত্রণালয়কে ডিসিপ্লিনে আনবো।’
আরও পড়ুন: সন্জীদা খাতুন সাংস্কৃতিক আন্দোলনের সাহসী সৈনিক: উপদেষ্টা শারমীন
তিনি আরও বলেন, ‘এই সরকার এসেছে একটি ঐতিহাসিক ধারার মধ্য দিয়ে। আপনারা বিগত সরকারের সব ক্ষেত্রে যে ভিন্নতা লক্ষ্য করেছেন, এতসব কিছুর ভিন্নতার হাওয়াটা আপনাদের গায়ে নিশ্চয়ই এসে লেগেছে।’
৫ আগস্ট এর আগে যেসব অপশাসন প্রচলিত ছিল তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে শারমীন বলেন, ‘দেশ এখন নতুন মূল্যবোধ, নতুন বয়ানের জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সমাজের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের সেবা করার যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের একাউন্টটিবিলিটি হতে হবে।’
]]>