প্রতিবছরের মতো এবারও নিউইয়র্কের টাইমস স্কয়ার সেজে উঠছে ভিন্ন সাজে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে টাইমস স্কয়ার প্রাঙ্গণ। হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়ে স্বাগত জানাবেন ২০২৫ সালকে। এ উপলক্ষে শহরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের হুমকির আশঙ্কা নেই। নীল ও সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নেবেন নিরাপত্তাকর্মীরা।
আরও পড়ুন: নতুন বছর উদ্যাপনে হোয়াটসঅ্যাপে বিশেষ সুবিধা
এদিকে, নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনেরিও শহরের সমুদ্র সৈকতে তৈরি হয়েছে বড় মঞ্চ। সৈকত ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা।
নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনির মধ্যে নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। চলতি মাসে দেশটির পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় হতাহতের ঘটনার পর কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নববর্ষ উদযাপন উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় ৬৫ হাজার মানুষ। এ উপলক্ষে রাজধানীজুড়ে ৫ হাজার পুলিশ টহল দেবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
]]>