নতুন দায়িত্ব পেলেন তরুণ শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী ও তার স্ত্রী মাকসুদা

২ দিন আগে
জাতীয় মানবাধিকার সংগঠন ব্যুরো অব সোশ্যাল ওয়াচের জাতীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন খ‍্যাতিমান তরুণ শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব সালাউদ্দিন চৌধুরী।

এছাড়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার সহধর্মিণী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী মাকসুদা চৌধুরী মিশা। সম্প্রতি রাজধানীর গুলশানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই দায়িত্ব অর্পণ করেন সংগঠনটির সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিমান মানবাধিকার সংগঠক জনাব নুরুল ইসলাম ছওার।

 

আরও পড়ুন: বিচারক নিয়োগ-বদলির দায়িত্বে থাকবে সুপ্রিম কোর্ট সচিবালয়


এসময় সংগঠনটির সহ-সভাপতি ফাইজুন নাহার আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জনাব আনোয়ার হোসেন ও আবুল হাসনাত। সংগঠনটির সেক্রেটারি জনাব মিসবাহ উদ্দিন রুমি। চৌধুরী দম্পতি সুনামের সাথে বিভিন্ন ব‍্যবসা পরিচালনাসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

 

এই সংগঠনটির মাধ্যমে দেশের সাথে সাথে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে তারা আরও মানবিক উন্নয়নমূলক কাজসহ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন বলে জানান। সংগঠনটির সভাপতি জনাব ছওার তার দীর্ঘ কর্মজীবনে দেশ-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সহিত নেতৃত্ব প্রদান করেছেন।

 

আরও পড়ুন: বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেলেন রুবাবা দৌলা


আগামীতে সোশ্যাল ওয়াচ নির্বাচন পর্যবেক্ষণ, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করবে বলে বক্তারা জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন