নতুন অধিনায়ক লিটনকে শুভকামনা জানালেন শান্ত

২ সপ্তাহ আগে
একইসঙ্গে তিন ফরম্যাটে অধিনায়ক করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। তবে গত বছর তিনি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। বোর্ডও এতদিন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এবার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বভার থাকছে লিটনের কাঁধেই।

চোটের কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। সেবার নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার অধিনায়কত্বে সিরিজও জেতে বাংলাদেশ। 

 

টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পাওয়ায় লিটন দাসকে শুভকামনা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত লিখেছেন, ‘অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।’ 

 

আরও পড়ুন: লিটনই টি-টোয়েন্টির নতুন অধিনায়ক, সহ-অধিনায়ক শেখ মেহেদী

 

নতুন অধিনায়কের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে আমিরাত সিরিজ দিয়ে। তবে লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদীকে। লিটন পূর্ণ মেয়াদে দায়িত্ব পেলেও মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য। 

 

 

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, এভাবে আরও কয়েক জন সহ-অধিনায়ক করে দেখবে বোর্ড। এরপর সেখান থেকে বেছে নেবে এক জনকে। 

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বন্দ্বে শঙ্কায় এশিয়া কাপ

 

ফাহিম বলেন, ‘এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আাগমী টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন দাসকে  জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। পাশাপাশি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন