নজিরবিহীন জনরোষের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট, গাড়ি লক্ষ্য করে পাথর-বোতল নিক্ষেপ

২ সপ্তাহ আগে
নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। রাজধানী বুয়েনস আইরেসে নির্বাচনী প্রচারণার র‌্যালিতে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তুমুল হট্টগোলের মধ্যে নিরাপত্তাকর্মীদের সহায়তায় কোনো রকমে জীবন নিয়ে র‌্যালি থেকে বের হতে সক্ষম হয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আসন্ন দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে গত বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনস আইরেসের লোমাস ডে জামোরা এলাকায় একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করেন জাভিয়ের মিলেই এবং তার রাজনৈতিক দল লা লিবার্টাড আভাঞ্জার সদস্যরা।

 

ছাদখোলা গাড়িতে চড়ে সেই সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট মিলেই। এদিকে আগে থেকেই সেখানে বিক্ষোভ করছিলেন বিরোধী নেতাকর্মীরা। এক পর্যায়ে মিলেইর সমর্থক, পুলিশ ও বিরোধী দলের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মিলেইর গাড়ি লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ শুরু করেন বিক্ষোভকারীরা। 

 

আগামী ৭ সেপ্টেম্বর বুয়েনস আইরেস প্রদেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরপর আগামী ২৬ অক্টোবর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন হবে, যেখানে পার্লামেন্টেন নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিসের ২৫৭ আসনের অর্ধেক এবং সিনেটের এক-তৃতীয়াংশ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে।

 

এই নির্বাচনকে মিলেইর জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ প্রেসিডেন্ট হিসেবে তার চার বছরের মেয়াদের মাঝামাঝি পৌঁছেছেন তিনি।

 

২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিলেইর অনাকাঙ্ক্ষিত জয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষুব্ধ করে। সেই সঙ্গে ক্ষমতা নেয়ার পর দেশের অর্থনীতি নিয়ে তার একের পর এক নাটকীয় পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া হয়। এছাড়া তার বোন কারিনা মিলেইর একটি ঘুষ কেলেঙ্কারি সামনে আসার পর তার প্রশাসন জনরোষের মুখে পড়ে।

 

 


 

]]>
সম্পূর্ণ পড়ুন