নওগাঁয় লাঠির আঘাতে চাচা খুন, নাটোরে ২ ভাতিজা গ্রেফতার

৬ দিন আগে
নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে আজিজার রহমান নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তার দুই ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে ওই দুই ভাতিজাকে গ্রেফতার করা হয়। দুপুরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।


গ্রেফতাররা হলেন: উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামের বাবু ও আলিম।


আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে মুজিবুর নিহত


স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যা ৭টায় ভাতিজাদের সঙ্গে বাঁশকাটাকে কেন্দ্র করে চাচা আজিজার রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন।


পরে নিহতের ছেলে মুকুল হোসেন আত্রাই থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যান।


আরও পড়ুন: শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে স্কুল শিক্ষক নিহত


মামলার পর আত্রাই থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার কালীগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত দুই ভাতিজা বাবু ও আলিমকে গ্রেফতার করে।


আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাঁশকাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমানের মৃত্যু হয়। অভিযুক্ত ভাতিজাদের আদালতে নেয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন