বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ নিয়ে এক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ জিয়াউল হক।
সভায় জানানো হয়, নওগাঁ শহরের সান্তাহার মোড় থেকে চৌমাসিয়া চত্বর পর্যন্ত প্রায় ১৬ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু যানজটই কমবে না, নওগাঁ শহর রূপ নেবে একটি আধুনিক ও প্রাণবন্ত নগরীতে—এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবাই।
আরও পড়ুন: নওগাঁর ভূমি অফিস: ঘুষ দিলেই হয় কাজ, নইলে হয়রানি
সভায় যুগ্মসচিব মিজ নাজনীন ওয়ারেস, উপসচিব জাহিদুল ইসলাম, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল ও উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিকসহ অনেকে উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বিভিন্ন ধাপ, করণীয় ও সম্ভাব্য সুফল তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, ‘চার লেনে সড়ক উন্নীত হলে শহরের দীর্ঘদিনের যানজট কমবে। নাগরিকরা পাবেন আধুনিক নগরের স্বাদ। এজন্য সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।’
তিনি বলেন, ‘প্রকল্পটি ইতোমধ্যেই অনুমোদনের পথে। খুব দ্রুত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। চার লেন বাস্তবায়িত হলে নওগাঁ হবে একটি আধুনিক ও যানজটমুক্ত শহর। এজন্য আমরা সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।’
সভায় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্রসমাজ, গণমাধ্যমকর্মীসহ সুধীজন উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।
আরও পড়ুন: নওগাঁয় চড়া সবজির বাজার, পাইকারিতেই বাড়তি ১০ টাকা
সভা শেষে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন কমিটির সদস্যরা। এসময় নওগাঁ সড়ক বিভাগের অধীন আঞ্চলিক ও জেলা মহাসড়কের চলমান অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডও ঘুরে দেখেন তারা।
নওগাঁবাসীর প্রত্যাশা—এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং নওগাঁ হয়ে উঠবে সত্যিকার অর্থেই একটি আধুনিক, প্রাণবন্ত ও গতিশীল নগরী।
]]>