নওগাঁয় নিম্নমানের ইট-রাবিশ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

২ সপ্তাহ আগে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম হাইস্কুল মোড় থেকে সদর উপজেলার বলিহার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৭৮০ মিটার দীর্ঘ একটি রাস্তা নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।


স্থানীয়রা জানান, বিট বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পোড়া কয়লার গুঁড়া ও ইটভাটার রাবিশ, যা রাস্তার টেকসইতার ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তুলেছে।


অনুসন্ধানে জানা গেছে, মান্দা ও সদরের বলিহার ইউনিয়নের সীমানা সংক্রান্ত জটিলতার কারণে বহুদিন কাজটি ঝুলে ছিল। অবশেষে ২০২৪-২৫ অর্থবছরে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ঠিকাদার মো. তানজিম এই কাজের দায়িত্ব পান। কিন্তু কাজ শুরু হতেই অনিয়মের অভিযোগ উঠে আসে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও / ঠিকাদার ইটভাটা মালিক: নিম্নমানের ইটে হচ্ছে সড়ক নির্মাণ, ক্ষোভ স্থানীয়দের
 

স্থানীয়রা বলেন, ‘এই রাস্তা বহুদিন ধরে অবহেলিত ছিল। এখন কাজ শুরু হলেও তা করা হচ্ছে নিম্নমানের উপকরণ দিয়ে। এ রাস্তায় এখন চলাচল করাই মুশকিল। বিট বালুর জায়গায় রাবিশ ব্যবহার করা হচ্ছে।’


ঠিকাদার মো. তানজিমুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, ‘নিম্নমানের কাজ হওয়ার কথা না। আমি ঠিকাদারের সঙ্গে কথা বলে দেখি।’

আরও পড়ুন: ময়মনসিংহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা

নওগাঁ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, ‘নিম্নমানের কাজ হওয়ার কথা না। আমি বিষয়টি খতিয়ে দেখছি।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন