ধ্বংসস্তূপের বাস্তবতা দেখতে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির

৪ দিন আগে
রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির আগে ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের ভয়াবহতা নিজের চোখে না দেখলে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব নয় বলে দাবি করেন তিনি।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার রাশিয়ার ভয়াবহ হামলার শিকার হয়েছে ইউক্রেন। এসব হামলায় হতাহত হয়েছেন নারী-শিশুসহ বহু বেসামরিক নাগরিক।

 

গেল রোববার (১৩ এপ্রিল) ইউক্রেনের সুমি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে বেশ কয়েকটি এলাকা। এ হামলার রেশ কাটতে না কাটতেই ইউক্রেনের ওডেশা অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ভয়াবহ ঘটনা’ বললেন ট্রাম্প

 

রাশিয়ার দাবি, সুমি অঞ্চলে তারা শুধুই সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে, তবে আশেপাশে কোনো ঘাঁটির অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। রাশিয়ার এ কর্মকাণ্ডকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছে ইউক্রেন।

 

মস্কোর এমন বিধ্বংসী হামলার প্রতিক্রিয়া দেয়ার সময় ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

 

সাধারণ মানুষ, বেসামরিক নাগরিক, আহত সেনা, হাসপাতাল, ধ্বংস হওয়া গির্জা আর শিশুদের মৃতদেহ নিজ চোখে দেখার জন্য ট্রাম্পকে আহ্বান জানান জেলেনস্কি।

 

আরও পড়ুন: ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববারের হামলার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি রাশিয়ার পক্ষে সাফাই গান। বলেন, যদিও মস্কোর এ কাজটা করা ঠিক হয়নি। তবে এটি তারা ভুলবশত করেছে বলে মন্তব্য করেন তিনি।

 

ট্রাম্প এ তথ্য কোথা থেকে পেয়েছেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। আবারো ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেনের ব্যর্থতাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

]]>
সম্পূর্ণ পড়ুন