এমন পরিস্থিতির মধ্যেই বৃষ্টিবলয় নিয়ে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারি থেকে অতিভারি বৃষ্টিবলয় ‘স্পিড’।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।
পোস্টে বলা হয়েছে, এই বৃষ্টি বলয়টি ২১ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আক্রান্ত অঞ্চলভেদে প্রভাবের মাত্রা: সর্বোচ্চ আক্রান্ত এলাকা: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।
মাঝারি মাত্রায় আক্রান্ত এলাকা: রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ।
কম মাত্রায় আক্রান্ত এলাকা: রংপুর বিভাগ।
]]>