ধুলো উড়িয়ে ছুটল ঘোড়া, মুগ্ধ হাজারো দর্শক

২ সপ্তাহ আগে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিলাশীর মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা। হরেক রঙের ঘোড়া, ঘোড়ার দৌড় এবং সওয়ারীদের নৈপুন্য উপভোগ করেন শহর গ্রামের হাজার হাজার দর্শক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিলাশীর মাঠে অনুষ্ঠিত ঘোড়দৌড়ের শুরুতে একে একে ঘোড়া নিয়ে মাঠে প্রবেশ করেন সওয়ারিরা। এরপর আমনের ফাঁকা মাঠে ঘুরে ঘুরে প্রাণপণ ছুটেছে ঘোড়া। 


পিঠে সওয়ারি, থামলেই চাবুকের ঘা। শুরুতে সবাই সমান গতিতে দৌড়ালেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান বেড়েছে এক ঘোড়ার সঙ্গে অন্য ঘোড়ার। ৪ মাস বয়সী ঘোড়ার পিঠে সওয়ারী হয়েছিলেন নওগাঁর মান্দার ৩ বছরের আছিয়া খাতুন। সেও প্রতিযোগী।


রাউন্ডভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয় রাজশাহীর আশেপাশের ৬ জেলার ৫৮ টি ঘোড়া ও সওয়ারিরা। রাউন্ড ভিত্তিক জয়ীরা অংশ নেয় ফাইনালে। জয়ী  হন নওগাঁর মিঠু ও শফিউল।

আরও পড়ুন: পঞ্চগড়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ঢল


এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সওয়ারিদের বেশির ভাগই শিশু।  ঝুঁকিপূর্ণ দৌড় ও ঘোড়ায় সওয়ারি শিশুদের সুরক্ষায় ছিল না কোনো ব্যবস্থা। আশপাশের গ্রাম-শহর থেকে হাজারো মানুষ উপভোগ করতে আসে  প্রতিযোগিতা। কেউবা বসে, কেউবা দাঁড়িয়ে উপভোগ করেন ঘোড়ার দৌড়।


স্থানীয় কৃষক আজিজুল হকের আয়োজনে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো এই ঘোড়দৌড়। আজিজুল হক জানান, চেয়ে চিন্তে  মানুষকে আনন্দ আর বিনোদন দিতে এ আয়োজন। রাউন্ডভিত্তিক এবং ফাইনাল দৌড়ে দুজন করে মোট আট সওয়ারি পুরস্কার হিসেবে পান মোবাইল ফোন।

]]>
সম্পূর্ণ পড়ুন