বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে মহানগরীর লবণচরা থানা এলাকার ৪ নম্বর কাশেম সড়কের সবুজপল্লীর মুসলিমার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ডলি বেগম ওই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে নাজমুল হাসানের স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা ঘাতক নাজমুলকে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেন।
আরও পড়ুন: সাবলেট নিয়ে সেই বাসার শিশুকেই অপহরণ, যেভাবে ধরল পুলিশ
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম সময় টেলিভিশনকে জানান, পারিবারিক কলহের জেরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে নাজমুল হাসান ধারালো ছুরি দিয়ে স্ত্রী ডলি বেগমের গলা, গাল, বুক ও কোমরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ডলি গুরুতর আহত হন।
প্রতিবেশীরা ডলি বেগমের চিৎকার শুনে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় ঘাতক স্বামী নাজমুল হাসান মোল্লাকে আটক করে থানায় নেয়া হয়েছে উল্লেখ করে ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
]]>
৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·