ধানমণ্ডি লেকসংলগ্ন এলাকায় প্রাণী অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

৩ সপ্তাহ আগে
ধানমণ্ডি লেকসংলগ্ন এলাকায় কিছু বিড়ালের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে এবং দেশের বিভিন্ন প্রান্তে পথপ্রাণী, পোষা প্রাণী ও বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিশেষ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং প্রাণিপ্রেমী জনগণ প্রাণীসন্তানের প্রতি নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে ধানমণ্ডি লেকসংলগ্ন এলাকায় কিছু বিড়ালের চোখ উপড়ে ফেলা এবং বিভিন্ন স্থানে পথপ্রাণী, পোষা প্রাণী ও বন্যপ্রাণী হত্যার ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।


বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, 'আমরা অবিলম্বে এসব অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। প্রাণী হত্যা ও অত্যাচারের এমন ঘটনা কখনোই মেনে নেয়া যায় না।'


ঢাকা পূর্ব ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি বলেন, 'প্রাণীদের প্রতি মমত্ববোধ ছাড়া আমরা কীভাবে মানুষ হিসেবে নিজেদের দাবি করতে পারি? যারা এই ধরনের নিষ্ঠুর কাজ করেছে, তাদের গ্রেফতার করা হোক।'


বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য শাহানা শিমু বলেন, 'এদের এই নিষ্ঠুর আচরণ যদি না থামানো হয়, তবে ভবিষ্যত প্রজন্মের নৈতিকতার অবক্ষয় ও প্রকৃতির ধ্বংস ঘটবে।'


এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং পরিবেশবাদী সংস্থা 'গ্রীন বিক্রমপুর'-এর আহবায়ক ইবরাহিম নিরব বলেন, 'বনবিভাগে দুর্নীতির কিছু মদদদাতা এখনও বহাল তবিয়তে রয়েছেন। তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত চালিয়ে তাদের অপসারণ এবং বন বিভাগের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে।'


আরও পড়ুন: বিড়ালের খোঁজে থানায় জিডি, মাইকিং-পোস্টার


বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাপ্পী খান বলেন, 'প্রাণীদের প্রতি মমত্ববোধ ছাড়া জাতিগতভাবে আমরা কখনো উন্নত হতে পারব না। দেশের সকল মানুষকে প্রাণীকল্যাণে সচেতন হতে হবে।'


মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ইমরান রাশেদ, তৌফিক সিতু, তরিকুল তানিম, মির্জা মুন হৃদয়, অভিনেতা বিলাশ খান, লেখক-সাহিত্যিক অরণ্য পাশা, পরিবেশ কর্মী প্লাবন আমিন এবং বিএনপি নেত্রী নাফিসা বিনতে উমাইয়া রিদিকা প্রমুখ।


এছাড়া, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন বলেন, 'দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল, এই চেতনা ধারণ করে আমাদের সকলকে প্রাণী ও প্রকৃতি রক্ষায় সচেষ্ট হতে হবে, যেন ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যায়।'

]]>
সম্পূর্ণ পড়ুন