রোববার (১১ মে) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু ওই এলাকার মো. জাকির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়ার মা-বাবাসহ পরিবারের লোকজন বাড়ির সামনে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। কাজের মাঝে বেশ অনেক্ষণ পর শিশু সন্তান জাকারিয়াকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পেছনের একটি পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।