বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায় নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যারা মব কালচারের মধ্যে থাকে, ডাকাতি, চুরি, চাঁদাবাজির সাথে যাদের সম্পর্ক তারা কেউ বিএনপির সদস্য হতে পারবে না । সমাজে যারা শান্তিপ্রিয়, ভদ্র মানুষ তারাই হবে বিএনপির সদস্য।
আরও পড়ুন: ফ্যাসিস্ট হাসিনা সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে: বিএনপির স্থায়ী কমিটি
সমাবেশে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অন্যান্য নেতারা।
]]>