বৃহস্পতিবার (১ মে) বিকেলে সদর উপজেলার গোদার বাজার (ধুঞ্চি) এলাকায় বেড়িবাঁধের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরা বেগম ওই এলাকার সালাম মণ্ডলের স্ত্রী।
আরও পড়ুন: মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ৪ বন্ধু, পথে প্রাণ গেল দুজনের
নিহতের ননদের মেয়ে সোনিয়া আক্তার জানান, তার মামি বাড়ির সামনে বেড়িবাঁধের রাস্তার পাশে রোদে রান্না করার খড়ি শুকাতে দেন। বিকেলে আকাশে মেঘ দেখে তিনি ওই খড়ি আনতে যান। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত মাহমুদ জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত ছিল। সম্ভবত মাথার আঘাতেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: পিকআপ চাপায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী-শাশুড়ি হাসপাতালে
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মোটরসাইকেল চালককে স্থানীয়রা আটক করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>