তিনি আরও বলেন, শেখ হাসিনা গত ১৫ বছরে দেশের সর্বনাশ করেছে। তার অপকর্মে দেশ, দল ও নিজের বাবাকে ডুবিয়েছে। তার সময়ে দেশে মানুষের শাসন ছিল না। অপশাসনের জন্যই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাই মাথা নিচু করে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জের ইটনায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় উৎসব ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘বাঙালি জাতি হাজার বছর ধরে পরাধীন ছিল। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এজন্য অনেক মানুষকে রক্ত দিতে হয়েছে। তাই ১৯৭১ আমাদের মূল ভিত্তি। যারা মুক্তিযুদ্ধ মানে না ,বাংলাদেশ মানে না তারা অমানুষ।’
আরও পড়ুন: অতিদ্রুত নির্বাচন প্রয়োজন: আমীর খসরু
তিনি বলেন, ‘১৯৭১ সালে জিয়াউর রহমান নিজের পক্ষে এবং বঙ্গবন্ধুর পক্ষে দুইবার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।’
ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবিদুল্লাহ হিরা, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন প্রমুখ।
বিকেল সাড়ে তিনটায় জনসভা শুরু হয়। এর আগে দুপুর থেকে ইটনা উপজেলার ৯টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা থেকে দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফ্যাস্টুন নিয়ে মিছিল নিয়ে জনসভা আসতে থাকে। বিকেল নাগাদ জনসভাস্থল কানায় কানায় ভরে যায়।
আরও পড়ুন: ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্র অপরাধীদের সঙ্গী হবে না: নজরুল ইসলাম
দীর্ঘ ১৫ বছর পর নিজের এলাকায় নির্ভয়ে জনসভা করার সুযোগ পান অ্যাডভোকেট ফজলুর রহমান। তাই জনসমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।
ইটনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় ৭২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও মেডেল দেয়া হয়। পরে বিজয় দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।