দ্বিতীয় স্ত্রীর ছোড়া এসিডে ঝলসে গেল স্বামীর মুখ

৩ সপ্তাহ আগে
চাঁদপুরে দ্বিতীয় স্ত্রীর ছোড়া এসিডে ঝলসে গেছেন আব্দুল জলিল (৪৫) নামে এক দিনমজুর। এ ঘটনার পর স্ত্রী মর্জিনা বেগম স্বামীর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

শনিবার (২৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার মদনা এলাকার মদিনা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

 

মুখ, গলা ও ঘাড়ে এসিডে মারাত্মকভাবে ঝলসে যাওয়া জলিলকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

 

চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, ‘রোগীর মুখের অংশ, বিশেষ করে দুই চোখের আশপাশে মারাত্মকভাবে পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসা প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এসিড বা দাহ্য জাতীয় কোনো পদার্থের কারণে এ ঘটনা ঘটেছে।’

 

আহত আব্দুল জলিল জানান, প্রথম স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে এমন সন্দেহে দ্বিতীয় স্ত্রী মর্জিনা বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতেও ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে ভোরে স্ত্রী মুখে এসিড ছুড়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান।

 

আরও পড়ুন: চাঁদপুরে দুই নারীর সাহসিকতায় বিপুল পরিমাণ মাদক জব্দ

 

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, ‘ঘটনা শুনে গ্রাম পুলিশের সহায়তায় আহত জলিলকে হাসপাতালে ভর্তি করি। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো স্বজন হাসপাতালে খোঁজ নিতে আসেননি।’

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা ইউপি সদস্য ও গ্রাম পুলিশের কাছ থেকে জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিতভাবে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন