দ্বিতীয় ম্যাচেও থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
এএফসি উইমেন্স এশিয়ান কাপকে সামনে রেখে থাইল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে অবশ্য তেতো অভিজ্ঞতাই হয়েছে পিটার বাটলারের দলের। থনবুরি বিশ্ববিদ্যালয় ট্রেনিং সেন্টারে সোমবার (২৭ অক্টোবর) স্বাগতিকদের বিপক্ষে ৫-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রের হেডে পরে অবশ্য ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় সফরকারীরা। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, উল্টো ম্যাচ থেকেই ছিটকে যেতে শুরু করে আফঈদা-ঋতুপর্ণারা। শেষ পর্যন্ত বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাটলারের শিষ্যদের। প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছিল দল। 

 

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান ১০৪তম। অন্যদিকে থাইল্যান্ডের অবস্থান ৫৩তম। মাঠের খেলায়ও ফুটে উঠলো দুই দলের সেই পার্থক্যের চিত্র। থাইল্যান্ডের গতিময় ফুটবলের সামনে অসহায় হয়ে পড়ে ঋতুপর্ণারা। 

 

আরও পড়ুন: বরখাস্ত হলেন জুভেন্টাসের কোচ তুদোর

 

শুরুতে থাইল্যান্ডের সাথে বেশ ভালোই লড়ছিল বাংলাদেশ। কিন্তু দ্বাদশ মিনিটে অতিরিক্ত হাই-লাইন ডিফেন্সের মাশুল গুণতে হয় দলকে। মাঝমাঠ থেকে সতীর্থের রক্ষণ চেরা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন অধিনায়ক সোয়ালাক পেঙ্গনাম। অনেকটা এগিয়ে ওয়ান অন ওয়ান পজিশনে পেয়ে যান রুপনা চাকমাকে। তার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন পেঙ্গনাম। 

 

একটু পর একইভাবে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে ধরেছিলেন পেঙ্গনাম। তবে তিনি শট নেওয়ার আগে নিখুঁত ট্যাকলে বিপদমুক্ত করেন শিউলি আজিম। ২০তম মিনিটে শিউলিই বক্সের কোণা থেকে বাম পায়ের শটে চেষ্টা করেন, কিন্তু বল সরাসরি যায় গোলকিপারের কাছে। 

 

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে থাইল্যান্ড। নিজেদের অর্ধ থেকে সতীর্থের লং পাস নিয়ন্ত্রণে নেন জিরাপর্ন মঙ্গকোলদে। এক দৌড়ে সামনে এগিয়ে গিয়ে ঠাণ্ডা মাথার চিপ শটে বল জালে জড়ান তিনি। 

 

আরও পড়ুন: ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় ভিনিসিউসের সঙ্গে কথা বলবেন রিয়াল কোচ

 

পাঁচ মিনিট পর ম্যাচে ফেরার উপলক্ষ্য পায় বাংলাদেশ। মনিকা চাকমার কর্নারে অনেকটা লাফিয়ে শামসুন্নাহার জুনিয়রের নেওয়া হেড পোস্টের ভেতরের দিকে লেগে ঠিকানা খুঁজে পায়। ৩৫তম মিনিটে আফঈদা-শামসুন্নাহার সিনিয়রের ফাঁক দিয়ে বেরিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন মাদিসন কাস্তিন। পোস্ট ছেড়ে বেরিয়ে এসে রুপনাও পারেননি আক্রমণ রুখতে।

 

প্রথমার্ধের শেষ দিকে বক্সের ভেতরে সতীর্থের ছোট পাস ফাঁকায় পেয়েছিলেন পেঙ্গনাম। তার শট দারুণ ক্ষিপ্রতায় পা দিয়ে আটকে দেন রুপনা চাকমা। 

 

৫৮তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান আরও বাড়ান জিরাপর্ন। বক্সে কোহাতি কিসকু পেছন থেকে তাকে ফাউল করলে পেনাল্টি পায় থাইল্যান্ড। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন