দৌলতপুরে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা

২ সপ্তাহ আগে
খুলনার দৌলতপুর এলাকার রিকশাচালক তামিম ওরফে তাছিনকে (১৬) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হত্যার পর তার রিকশার ৪ টি ব্যাটারি খুলে নিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় রিকশাচালক তামিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশ তার মরদেহ উদ্ধার করা হয়।
 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানে একটি কবরের পাশের ঝোপ-ঝাড়ের মধ্যে থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্টে দেখা যায় তার গলায় দাগ রয়েছে। দাগ দেখে তিনি সন্দেহ করেন যে তাকে হত্যা করা হয়েছে। এর কিছুক্ষণ পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় একটি রিকশা পড়ে থাকার সংবাদ পুলিশকে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ রিকশা উদ্ধার করতে পারলেও রিকশায় কোনো ব্যাটারি দেখতে পায়নি। 

আরও পড়ুন: ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’, সমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি!


তিনি বলেন, তামিমকে হত্যার পর দুর্বৃত্তরা ব্যাটারি খুলে নিয়ে রিকশা রেখে পালিয়ে যায়।


তিনি আরও বলেন, দুপুরে দৌলতপুর থানায় তামিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করে দিয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন