দৌলতদিয়ায় জেলেদের জালে বড় কাতলা ও বাঘাইড়, বিক্রি কত?

১ সপ্তাহে আগে
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে বড় একটি কাতলা ও একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে কাতলা মাছটি ২৪ হাজার ৫০০ টাকা ও বাঘাইড় মাছটি ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকালে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে।

 

জেলেদের কাছ থেকে মাছ দুটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। এর মধ্যে কাতলা মাছটি দুপুরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তিনি বিক্রি করেছেন।

 

স্থানীয় মৎস্যজীবী ও আড়তদাররা জানান, সকালে জেলেরা পদ্মা নদী থেকে কাতলা মাছটি ধরে দৌলতদিয়া ফেরিঘাট বাজারের দুলাল মণ্ডলের মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ৩০০ টাকা কেজি ধরে ২২ হাজার ৭৫০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

 

আরও পড়ুন: নদীতে জেলের জালে ১২ কেজির কোরাল

 

পরে চান্দু মোল্লা বলেন, কাতলা মাছটি দুপুরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ২৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।

 

অন্যদিকে, সকাল ১০টার দিকে ফেরিঘাটের অদূরে ডাকাতপাড়ার পদ্মা নদীতে জাল ফেলেন দৌলতদিয়া ব্যাপারী পাড়ার জেলে নিজাম হাওলাদার। তার জালে ধরা পড়ে ১০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের আনোয়ার হোসেন ওরফে আনুখার মাছের আড়তে আনেন নিজাম। এ সময় নিলামে তোলা হলে মাছটি কিনে নেন চান্দু মোল্লা।

 

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে উঠে এলো ২৬ কেজির কাতল

 

চান্দু মোল্লা বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ৩০০ টাকা কেজি ধরে ১৩ হাজার টাকা দিয়ে বাঘাইড় মাছটি কিনি। কিছু টাকা লাভ পেলে এটি বিক্রি করে দেবো।

]]>
সম্পূর্ণ পড়ুন