বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতার যুবক আবু বক্কর ছিদ্দীক দেবীগঞ্জ উপজেলার পামুলী মাদারের ঝাড় গ্রামের মোবারক শেখের ছেলে।
আরও পড়ুন: পটুয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামস্থ গাধোয়া পুকুর সংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় দৈর্ঘে ৩২ ইঞ্চি ও প্রস্থে ১৩.৫ ইঞ্চির এবং ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কালো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। সেইসঙ্গে আবু বক্কর ছিদ্দীককে গ্রেফতার করা হয়। পরে তাকে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানায়, জব্দ করা কষ্টি পাথরের বাজার মূল্য দেড় কোটি টাকা।
]]>