সূর্যের প্রখরতায় পুড়ছে মাঠের ফসল। টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। শনিবার দুপুর তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ২৬ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রির ওপর ওঠানামা করছে প্রতিদিন। তীব্র থেকে অতি তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে জেলায়। গরমের কারণে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাপমাত্রা বৃষ্টি না হওয়া পর্যন্ত কমার সম্ভাবনা নেই। রোববার দুপুর তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ২৬ শতাংশ। সূর্যের প্রখরতার কারণে তাপ বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: মঙ্গলবার দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস
টানা তাপদাহের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ গুলো চরম বিপাকে পড়েছে। কাজের সন্ধানে বের হয়েও কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। ভ্যানচালক, ইজিবাইক চালক রিকশাচালক ও দিনমজুররা দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজনীয় কাজ পাচ্ছে না ও ভাড়া হচ্ছে না। কাজ না পেয়ে ভাড়া না হওয়ায় গাছের নিচে বসে অলস সময় পার করছে। পথচারীরা তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে শরবত ও ফলের দোকানে ভিড় করছেন।
কৃষকরা তাদের ফসলের জমিতে সকালে সেচ দিলে বিকালে শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে অনেক মাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অতিরিক্ত তাপের কারণে ফসল শুকিয়ে যাচ্ছে। ফলে উৎপাদন অনেক রাস পাবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বাড়তে শুরু করেছে গরম জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বয়স্করা তাপদাহের কারণে হিটস্ট্রোক মতো রোগে আক্রান্ত হতে পারে।
আরও পড়ুন: ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে
শনিবার দুপুর তিনটায় এ মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় জেলায়।