শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক বই প্রকাশনা অনুষ্ঠানে আইএমএফের বরাত দিয়ে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো এত বড় আর্থিক বিপর্যয় পৃথিবীর আর কোনো দেশেই হয়নি। অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যাবে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার রাজনৈতিক সরকারকেই করতে হবে।
তিনি বলেন, ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে—যা পুনর্গঠনের জন্য ৩৫ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে আইএমএফ।
সরকারের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা তিনি বলেন, ‘গত বছরের আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয়, তখন দেখা গেছে এ রকম অবস্থা বিশ্বে কোথাও নেই। অর্থনৈতিক বিপর্যয় হয়েছে।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টন গম কিনবে সরকার: অর্থ উপদেষ্টা
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আইএমএফ বলেছে, বাংলাদেশের ব্যাংক খাতের পুনর্গঠনের জন্য ৩৫ বিলিয়ন ডলার লাগবে। যদিও আইএমএফ প্রাথমিক হিসেবে বলেছিল ১৮ বিলিয়ন ডলার লাগবে।’