দেশের ইতিহাসে প্রথম যুক্তরাষ্ট্র থেকে জাহাজে এলো গম

৩ সপ্তাহ আগে
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় পৌঁছেছে পানামার পতাকাবাহী ‘এমভি নর্স স্ট্রাইড’ নামের জাহাজটি। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে শনিবার (২৫ অক্টোবর) নোঙর করে।

১৩ দশমিক ৩৯ মিটার ড্রাপট এবং ১৯৯ দশমিক ৯৯ মিটার জাহাজটিতে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম রয়েছে, যা সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে আনা হয়েছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র থেকে আরও ১ লাখ ৮৬ হাজার মেট্রিক টন গম আমদানি করার কথা রয়েছে।

 

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমের নমুনা সংগ্রহ ও খালাস প্রক্রিয়া মনিটরিং করতে খাদ্য মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের টিম কাজ করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। টিমের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করে গমের গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে।

 

আরও পড়ুন: বেনাপোলে বাণিজ্যে ১৪ কোটি ও ভ্রমণে ১৬ লাখ টাকা রাজস্ব আয়

 

এর আগে দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রেক্ষাপটে দেশটি থেকে গম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়।

 

আরও পড়ুন: ভোমরা স্থলবন্দরকে ‘কাস্টমস হাউজ’ ঘোষণা, বাণিজ্যে নতুন দিগন্ত

 

যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে জিটুজি পদ্ধতিতে এ গম কেনা হয়। চুক্তি অনুযায়ী, প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ৩০২ মার্কিন ডলার। মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব গত ২৩ জুলাই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি অনুমোদন করে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন