শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার আমান উল্ল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে একটি সভায় তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এদেশে ঝটিকা মিছিলের মাধ্যমে তারা (আওয়ামী লীগ) আবার কিন্তু ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি করবে। একটা ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে। এ সুযোগ দেশের মানুষ আর কখনো দিবে না, দিতে চায় না। সেজন্য এ সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। হাসিনা পালিয়ে যাবার ৮ মাস হয়েছে। কিন্তু এখনো ঢাকাতে ফ্যাসিবাদের ঝটিকা মিছিল হচ্ছে। হঠাৎ করে ঝটিকা মিছিল করে দৌঁড়ে পালিয়ে যায়। এরা যারা অপরাধী, ষড়যন্ত্রকারী, খুনি, তারাই অপকর্মগুলো করছে। যেটা হাসিনার নেতৃত্বে বিগত ১৬-১৭ বছর হয়েছে।
তিনি বলেন, এখনও পর্যন্ত বিচার কিন্তু দৃশ্যমান না। দ্রুত বিচার করতে হবে। হাসিনার পরিবারের যারা এ দুঃশাসন, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, যারা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের গডফাদার হিসেবে চিহ্নিত ছিল, মানুষের অত্যাচার, নির্যাতন, দুঃশাসন তৈরি করেছিল, তাদের বিচারও দৃশ্যমান করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের জনগণের স্পষ্ট বক্তব্য হল- আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই। আরেক দিকে সংস্কারও দেখতে চাই। নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি।
আরও পড়ুন: ভোটাধিকার নিয়ে চক্রান্ত চলছে: এ্যানি
এ্যানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের আগে যেসকল অবৈধ অস্ত্র আওয়ামী লীগের হেলমেট বাহিনীর হাতে ছিল, তা এখনো উদ্ধার হয়নি। এমনকি ৫ আগস্ট ও ৬ আগস্টে থানা লুটের অস্ত্রও উদ্ধার হয়নি। এসব অবৈধ অস্ত্র ও থানা লুটের অস্ত্র উদ্ধার না হওয়ায় দেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে।
তিনি বলেন, এখন যারা ঝটিকা মিছিল বের করছে, তারা এক সময় এই সব অবৈধ অস্ত্রগুলো আবারও ব্যবহার করবে । লুটের অস্ত্র ও অবৈধ অস্ত্র দিয়ে তারা শক্তি সঞ্চার করতে চায়। এ সুযোগ আওয়ামী লীগকে এই সরকার দিতে পারবে না। কারণ এই সরকার আমাদের আন্দোলনের ফসল । এজন্যই এই সরকারের কাছে আমাদের দাবি বেশি। প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তা নাহলে এই অস্ত্র আবার তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে।
এ্যানি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সত্যিকারের দাবি গুলো যদি মীমাংসা না করেন, তাহলে এই দেশে ঝটিকা মিছিলের মাধ্যমে তারা আবার কিন্তু ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করবে। কিন্তু এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিতে চায়না। ৫ তারিখের পর আজ ৮ মাস পার হলেও আজও ঢাকা শহরে ফ্যাসিবাদের মিছিল হয়েছে, গতকালও হয়েছে, পরশুও হয়েছে।
বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় সভায় সদর উপজেলা (পূর্ব) বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম-আহ্বায়ক শাহ মো. এমরান ও সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।