দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদ্‌যাপন করছে: জামায়াত আমির

৩ সপ্তাহ আগে
ষোল বছরের ফ্যাসীবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদ্‌যাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই৷ যারা তাদের এমন পরিণতি দান করেছে তাদের বিচার হবেই।

সোমবার (৩১ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি৷


দলটির এই শীর্ষ নেতার দাবি, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ সৃষ্টি হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো৷ এমন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: এলো খুশির ঈদ


শফিকুর রহমান বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে সাংবাদিকেরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে৷ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। 

]]>
সম্পূর্ণ পড়ুন