জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আয়োজিত এক সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ কথা বলেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল চারটায় শহরের ব্রহ্ম সমাজ সড়কে র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহীদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈছা, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম সহ বিএনপি ও কৃষক দলের নেতারা।
আরও পড়ুন: ভয় দেখিয়ে লাভ নেই, ‘আমরা মরতে শিখেছি’
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালচামট পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে র্যালি শেষ হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা বর্ণাঢ্য সাজে ব্যান্ড পার্টি সহকারী র্যালিতে অংশ নেন। প্রায় পনেরো হাজারের মতো নেতাকর্মী ও সমর্থক এতে যোগ দেন।