তিনি বলেন, ‘বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার বিচার বর্তমানে সবচাইতে কাঙ্ক্ষিত বিষয়। যদি এই গণহত্যার বিচার আমরা না করি তাহলে সময়ে সময়ে স্বৈরাচার, ফ্যাসিবাদী শক্তি দেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে এ দেশে আরেকবার গণহত্যা ও খুনের সুযোগ পাবে।’
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: এ্যানি
এসময় আখতার বলেন, ‘বাংলাদেশ যে সংবিধানের মধ্য দিয়ে চলছে সেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে না। সে কারণে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।’
তিনি বলেন, ‘সামনের যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন।’
এসময় গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নাই বলেও উল্লেখ করেন তিনি।
পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে ভবিষ্যতে তার দলের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে আখতার বলেন, ‘অতীতে উত্তরাঞ্চলের মানুষ সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা দূর করতে বিপ্লব পরবর্তী জাতীয় নগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে। আগামীতে বিচার কার্যের সুবিধার জন্য রংপুরে হাইকোর্টের আঞ্চলিক সেবা, শ্রমঘন শিল্পায়ানে বিশেষভাবে কাজ করার পাশাপাশি বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে তার দল। এসময় নতুন বাংলাদেশ গড়তে উপস্থিত সবার সহযোগিতার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির নয়া বন্দোবস্তের আহ্বান সর্বত্র পৌঁছে দিতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আখতার হোসেন।
আরও পড়ুন: দুই শতাধিক ভ্যান নিয়ে জনসংযোগে আখতার হোসেন
ইফতার মাহফিলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী, জেলা ও মহানগর বিএনপি জামায়াত, এবি পার্টি গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সংগঠনের নেতারা ছাড়াও রংপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।