অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন সারোয়ার ইমরান। দেশ ছাড়ার আগে বুধবার মিরপুরে বিশ্বকাপের ফটোসেশনের পর ইমরান বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট, নারী উইংয়ের চেয়ারম্যান, তারা সবাই নারী ক্রিকেট নিয়ে কাজ করছেন। আমাকে সাহায্য করছেন। সে হিসেবে বলবো সামনে নারী ক্রিকেটের সুদিন আসছে। আমি আশা করছি নারী ক্রিকেট দ্রুত উন্নতি করবে। শুধু তিন দিনের খেলা না, সব ধরণের খেলাই খেলতে হবে।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েদের বড় বাধা হতে পারে অজিরা। তবে তাদের নিয়ে খুব বেশি চিন্ত না করে নিজেদের শক্তিমত্তায় নজর দিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।
আরও পড়ুন: কোহলি-কনস্টাসের মধ্যে কোনও শত্রুতা নেই: অ্যালেক্স ক্যারি
‘আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি, আমি জানি আমার দলের শক্তির জায়গা কী। আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের এই অধিনায়ক আরও বলেন, ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলবো। আমরা মনে করি না অস্ট্রেলিয়ার বিপক্ষে...আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছি।’
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এর আগে একবারই অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সে আসরটাই এখন নিকট অতীত। সেবার ‘এ’ গ্রুপে বাংলাদেশ দলের তিন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। দিলারা, স্বর্ণা ও সুমাইয়াদের সেই অনূর্ধ্ব-১৯ দল নিজেদের তিন ম্যাচই জিতে হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন।
আরও পড়ুন: ইতিহাস গড়ে চূড়ায় বুমরাহ, অলরাউন্ডার মিরাজের অবনতি
বেনোনিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারানোর পর ১০ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। যুক্তরাষ্ট্রের মেয়েদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা ৫ উইকেটে জিতে অস্ট্রেলিয়াকে দুইয়ে ঠেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছিল দিশা বিশ্বাসের দল।
মালয়েশিয়ায় গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চান সুমাইয়া। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচই জিতে সুপার ফোরে চার ম্যাচের তিনটিতে জিতে ফাইনালে উঠেছিল মেয়েদের এ দলটি। সুপার ফোরে হেরেছিল শুধু ভারতের বিপক্ষে এবং ফাইনালে হারও ভারতের বিপক্ষেই। মালয়েশিয়ার কন্ডিশনটা জানা বলেই এবারের বিশ্বকাপে সুবিধাই দেখছেন সুমাইয়া, ‘যেহেতু আমরা মালয়েশিয়ায় গিয়েছিলাম তো ওই দিক থেকে সেটা আমাদের একটু সুবিধা দেবে।’
]]>