দেখে নিন বিপিএলে খুলনার চূড়ান্ত স্কোয়াড

১ সপ্তাহে আগে
বিপিএলের একাদশ আসরের আর মাত্র দুই দিন বাকি। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে দলগুলো। আনুষ্ঠানিক ড্রাফটের মাধ্যমে এবারের বিপিএলের দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে সরাসরি চুক্তিতেও অনেক খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা।

এবারের বিপিএলকে সামনে রেখে তারুণ্যনির্ভর এক দল গড়েছে খুলনা টাইগার্স। দেশি খেলোয়াড়দের মধ্যে দলটিতে আছেন মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, মাহিদুল অঙ্কন, জিয়াউর রহমান, হাসান মাহমুদ, মাহফুজুর রহমান রাবি, আবু হায়দার রনি এবং রুবেল হোসেন। 

 

বিদেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রেও বৈচিত্র দেখিয়েছে খুলনা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে খুলনার স্কোয়াডে পাকিস্তানি খেলোয়াড়দের আধিক্য বেশি। দেশটির অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ, গতি তারকা মোহাম্মদ হাসনাইন এবং স্লিংগিং অ্যাকশনের পেসার সালমান ইরশাদকে দলে ভিডিয়েছে তারা। এছাড়া ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ওশানে থমাস, ইংল্যান্ডের লুইস গ্রেগরি এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও দারউইশ রাসুলিকে দলে টেনেছে তারা।  

 

আরও পড়ুন: চিটাগাং কিংসের প্রতিনিধিত্বকারী দল ঘোষণা

 

দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন দেশিয় কোচ তালহা যুবায়ের। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মামুনুর রশিদ। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নাসির উদ্দিন ফারুক। ফিল্ডিংয়ের ওপর নজর রাখবেন মো. সেলিম। এছাড়া টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রেজা কুমার দত্ত।

 

বিপিএলে খুলনার স্কোয়াড:  মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, মাহিদুল অঙ্কন, জিয়াউর রহমান, হাসান মাহমুদ, মাহফুজুর রহমান রাবি, আবু হায়দার রনি এবং রুবেল হোসেন, মোহাম্মদ নেওয়াজ, ওশানে থমাস, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, লুইস গ্রেগরি, মোহাম্মদ হাসনাইন এবং সালমান ইরশাদ। 

]]>
সম্পূর্ণ পড়ুন