‘দেখুন কে ফিরেছে’–মাঠে ফেরা তামিমকে নিয়ে নাফীসের পোস্ট

১ সপ্তাহে আগে
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে মোহামেডানের খেলা। মর্যাদার এই লড়াইয়ে মোহামেডানের নেতৃত্ব দেয়ার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু মাঠেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা তামিমের লড়াইটা এখন নিজেকে সারিয়ে তোলার। সদ্যই সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন এই বাঁহাতি।

শনিবার (১২ এপ্রিল); দুপুর গড়িয়ে বিকেল হয় হয়। মোহামেডানের বিপক্ষে তখন ব্যাট করছেন আবাহনীর নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক। এমন সময়েই আচমকা স্টেডিয়ামে উপস্থিত তামিম ইকবাল। হৃদরোগের চিকিৎসা নিতে গত ৮ এপ্রিল সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এই সাবেক অধিনায়ক। আর দেশে ফিরেই পা রেখেছেন মিরপুরের হোম অব ক্রিকেটে।


না, মোহামেডানের হয়ে খেলতে মাঠে আসেননি তামিম। আদৌ তিনি আর খেলায় ফিরতে পারবেন কি-না তা সময়ই বলে দেবে। মিরপুরে তামিম উপস্থিত হয়েছিলেন বিসিবির চিকিৎসকের সঙ্গে দেখা করতে।


আরও পড়ুন: আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের দায়ে শাস্তি পেলেন হৃদয় ও এবাদত


এদিন নিজ গাড়িতে মিরপুরে আসেন তামিম। শুরুতেই যান প্রেসিডেন্ট বক্সে। সেখান থেকে নিচে মোহামেডানের ড্রেসিংরুমে যান। দেখা করেন ক্লাবের সতীর্থদের সঙ্গে। এ সময় সতীর্থরা তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।


 


তামিম মাঠে ফেরার দিনে তার সঙ্গে ছবি দিয়ে শাহরিয়ার নাফীস লিখেছেন, ‘দেখুন কে ফিরেছে’। সেই ছবিতে বিসিবির কর্মকর্তা বনে যাওয়া শাহরিয়ার নাফীসের সঙ্গে তামিম ছাড়াও ছিলেন তার সহোদর ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালও।


গত মাসের শেষের দিকে বিকেএসপিতে মোহামেডানের হয়ে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তামিমের। দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় পাশের কেপিজে স্পেশালিস্ট হাসপাতালে। সেখানে তার হার্টে রিং পরানো হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঘুরে সিঙ্গাপুরে যান তিনি। জানা গেছে, এখন তিনি আশঙ্কামুক্ত। 

]]>
সম্পূর্ণ পড়ুন