দুলাভাই সাইফের সঙ্গে ঝগড়া রণবীরের

২ সপ্তাহ আগে
সম্প্রতি কাপুর পরিবারে হয়ে গেল জমজমাট আয়োজন। মেলা বসেছিল তারার হাটের নক্ষত্রদের। পুরো বলিউডই ছিল কাপুরদের অন্দরে। বলিউড কিংবদন্তি রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উদযাপন করে কাপুর পরিবার।

অনুষ্ঠানে দুলাভাই হিসেবে নজর কাড়েন সাইফ আলি খান। শ্যালক রণবীর কাপুর তাকে পাশে পাশেই নিয়ে রাখছিলেন। মধুর সম্পর্কের বন্ধন রয়েছে শ্যালক-দুলাভাইয়ের।


তবে সেদিনের অনুষ্ঠানে তাদের মধ্যে হঠাৎ কেন মনোমালিন্যের আঁচ পাওয়া গেল? তাদের রাগমাখা ছবি দেখে এমন প্রশ্ন নেটিজেনদের মনে।


সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল শ্যালক-দুলাভাইয়ের রাগান্বিত ছবি। শ্যালক-দুলাভাইয়ের ঝগড়া দেখে বেশ উদ্বেগে ছিলেন ভক্ত অনুরাগীরা। ভাইরাল ভিডিওর নিচে মন্তব্যের ঝড় বইয়ে গেছে।


ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে, প্রযোজক, পরিচালক, অভিনেতার ১০০তম বর্ষপূর্তিতে একজোট হয়েছিলেন পরিবারের সবাই। রণধীর কাপুর-ববিতা থেকে আলিয়া ভাট, নায়িকার ছোট্ট কন্যা রাহাও ছিলেন অনুষ্ঠানে।


নিমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর, সাইফ আলি খানও। হাসিমুখে তারা কথা বলছেন, হইচইও হচ্ছিল। রাজ কাপুরকে ঘিরে তাদের বক্তব্য জানতে উপস্থিত ছিলেন সাংবাদিকেরাও। সেখানেই কথা বলতে দেখা যায় রণবীর আর সাইফকে। ভিডিও দেখে বোঝাই যাচ্ছিল রণবীরের ওপর অসন্তুষ্ট সাইফ।


ঘটনাটি ঘটেছিল, সাইফ যখন অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। আড্ডার পাশাপাশি প্রয়াত অভিনেতার নানা স্বাদের ছবিও দেখানোর আয়োজন করে কাপুর পরিবার। ভিডিওতে দেখে মনে হচ্ছে, রণবীর সেই দিকেই বারবার নিয়ে যেতে চাইছিলেন সাইফকে। এদিকে অভিনেতা অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে যেতে নারাজ তিনি।


তবে দুলাভাইকে সেখানে নিয়েই ছাড়বেন শ্যালক। রণবীরের টানাটানিতে একটা সময়ের পর স্পষ্ট বিরক্তি দেখান সাইফ। সেই বিরক্তি চোখেমুখে ছাপিয়ে কণ্ঠস্বরেও স্পষ্ট। তিনি রণবীরকে সাফ বলেন, ঠিক আছে। এরপরেই আবার মেতে ওঠেন গল্পগুজবে। এই ঘটনা নিয়েই আপাতত জোর আলোচনা চলছে বলিউডে।

 

আরও পড়ুন: ২য় সন্তানের পরিকল্পনা নিয়ে কী জানালেন অভিষেক?


উল্লেখ্য, বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উদযাপন করা হলো পাকিস্তানে। দেশটির পেশোয়ারে আদি নিবাস ছিল রাজ কাপুরের। তাই সেখানকার ভক্তরা পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ঐতিহাসিক কাপুর হাভেলিতে অভিনেতার জন্মদিন উপলক্ষে আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের।  ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেন রাজ কাপুর। এ জন্মদিন উপলক্ষে পাকিস্তানের রাজ কাপুরের বাড়িতে শনিবার (১৫ ডিসেম্বর) আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।

 

আরও পড়ুন: পাকিস্তানে রাজ কাপুরের শতবর্ষ উদযাপন

]]>
সম্পূর্ণ পড়ুন