দুর্নীতি মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের ২ কর্মকর্তা কারাগারে

৩ সপ্তাহ আগে
প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতি মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান এই আদেশ দেন।


মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএমশাহ আলম চাকরি চলাকালীন সময়ে তার শিক্ষা সনদ ও এন আইডি থেকে ১৯৬১ সালের জন্মস্থল পরিবর্তন করে ১৯৬২ সালে তার জন্ম বলে ভুয়া কাগজপত্র তৈরি করেন। বয়স প্রতারণা অনুযায়ী তিনি ২০২১ সালের ২৭ ডিসেম্বর অবসরে (পিআরএর) যান। এ সময় তিনি চাকরির অবসরকালীন সময়ে প্রতারণা করে অতিরিক্ত আরও এক বছর দায়িত্ব পালন করেন।


তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড থেকে অনৈতিকভাবে ৭৪ লাখ ৪ হাজারের বেশি টাকা বেতনসহ নানা সুবিধার ভাতা উত্তোলন করে আত্মসাৎ করেন।


আরও পড়ুন: প্লট দুর্নীতি মামলায় খুরশীদকে নিয়ে তদন্ত কর্মকর্তার চাঞ্চল্যকর স্বীকারোক্তি


সাবেক গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের কর্মকর্তার এই প্রতারণা বিষয়টি সামনে আসলে, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি তদন্ত করে সনদ জালিয়াতির বিষয়ে প্রমাণ পায়। পরে বাংলাদেশ গ্যাস লিমিটেড এর কাছে প্রতিবেদন দাখিল করে। পরে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ৭১৭তম বোর্ড সভায় এটিএম শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে তার প্রতারণা সহযোগিতা করায়, তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার ও তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।


এরই প্রেক্ষিতে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের তৎকালীন উপ-মহাব্যস্থাপক মো. আবুল বাসার মিজি বাদী হয়ে এটিএম শাহ আলমকে প্রধান আসামি করে ২০২৪ সালের ২২ অক্টোবর প্রতারণা অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।


আরও পড়ুন: দুর্নীতি মামলায় স্বামীসহ পাপিয়ার সাড়ে ৩ বছরের কারাদণ্ড


এ দিকে মামলা দায়েরের পরই প্রধান আসামি এটিএম শাহ আলম দেশ ত্যাগ করেন। মামলার অপর দুই আসামি তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার ও তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নেন। পরে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান জানান, আসামিদের জামিন বাতিলের মধ্য দিয়ে রাষ্ট্রের পক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।


অপরদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাড. কবীর হোসেন জানান, আদালতের জামিন বাতিলের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন