দুর্নীতি ঘটার পর তা সরানোর চেয়ে আগেই ব্যবস্থা নিতে হবে: দুদক কমিশনার

২ সপ্তাহ আগে
দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী বলেছেন, দুর্নীতি ঘটার পর তা সরানোর চেয়ে, আগে থেকেই এমন ব্যবস্থা নিতে হবে যাতে কেউ দুর্নীতি করার দুঃসাহস না দেখায়।

একই সঙ্গে কমিশনার বলেন, শুধু কর্মকর্তারা নয়-সেবাগ্রহীতাদেরও সচেতন হতে হবে। রোববার (৯ নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দুদকের গণশুনানিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘কেউ যদি সেবা নেয়ার সময় আর্থিক সুবিধা দেয়ার প্রলোভন দেখান, তাহলে দু’ভাবে ক্ষতি হয়। একজন প্রকৃত প্রাপ্য বঞ্চিত হয়, আর দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর সততা নষ্ট হয়।’


তিনি আরও বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখা দরকার, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব।’ 

আরও পড়ুন: চাকরির নামে ঘুষ: পঞ্চগড়ে ২ প্রধান শিক্ষক বহিষ্কার

রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে যেন কেউ দুর্নীতির পথে না হাঁটে- এ আহ্বান জানান তিনি।


গণশুনানিতে অন্যদের মধ্যে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

গণশুনানিতে সরকারি বেসরকারি ৪২ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮১ টি অভিযোগ জমা হয়েছিল তার মধ্য ১১৮টি শুনানি অনুষ্ঠিত হয়। যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তিও করা হয়। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এই গণশুনানির আয়োজন করে।

]]>
সম্পূর্ণ পড়ুন