শনিবার ফরাসি রেডিও আরটিএলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহের চুরির ঘটনার পর ল্যুভর জাদুঘর থেকে কিছু মূল্যবান রত্ন ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে ঔসব মূল্যবান রত্ন গোপনে পুলিশ পাহারায় স্থানান্তর করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আরটিএল জানিয়েছে।
আরও পড়ুন:ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে ‘ডাকাতি’
ব্যাংক অফ ফ্রান্স, যা দেশের সোনার মজুদ মাটির নিচে ২৭ মিটার (৮৮ ফুট) একটি বিশাল ভল্টে সংরক্ষণ করে, ল্যুভর জাদুঘর থেকে মাত্র ৫০০ মিটার দূরে সেইন নদীর ডান তীরে অবস্থিত।
রয়টার্সের মন্তব্যের অনুরোধের পর ল্যুভর এবং ব্যাংক অফ ফ্রান্স তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
১৯ অক্টোবর ল্যুভর জাদুঘরের সংগ্রহ থেকে চোরেরা আনুমানিক ১০২ মিলিয়ন ডলার মূল্যের আটটি মূল্যবান জিনিসপত্র চুরি করে, যাতে করে নিরাপত্তার ত্রুটি প্রকাশ পায়। জাদুঘরটি খোলার পর চোরেরা ক্রেন ব্যবহার করে উপরের তলার জানালা ভেঙে সেখানে প্রবেশ করে। এরপর মূল্যবান রত্ন চুরি করে মোটরবাইকে করে পালিয়ে যায়।
এই ঘটনায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, ব্যাপক সমালোচনা শুরু হয় যাকে কেউ কেউ জাতীয় অবমাননা বলে মনে করে।
আরও পড়ুন:মোনালিসা থেকে নাৎসিদের দখলে: ল্যুভর জাদুঘরে সবশেষ চুরির ঘটনা কেন ভিন্ন?
]]>
৩ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·