দুর্ঘটনায় মদ ভর্তি প্রাইভেটকার, লুটে নিতে কাড়াকাড়ি!

১ সপ্তাহে আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদ ভর্তি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের সবজি বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ৬ জন আহত হওয়ায় উপস্থিত জনতা প্রাইভেটকারটি ধাওয়া করে।

কিছুক্ষণ ধাওয়া করার পর  ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মার্কাজ মসজিদ সংলগ্ন প্রাইভেটকারটি ফের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে সড়কের পাশের পিলারে। তাতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারটি। তৎক্ষনাৎ সটকে পড়েন প্রাইভেটকার চালক। এসময় উপস্থিত জনতা প্রাইভেটকারে থাকা বিদেশি মদ কাড়াকাড়ি করে লুফে নেয়। হাতে হাতে মদের বোতল নিয়ে বাড়ি ফেরেন তারা।


খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকাটি জব্দ করে পুলিশ। পরে থানায় এনে প্রাইভেটকার তল্লাশি করে আরও ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে গ্রেফতারকৃত চালক রোকনুজ্জামান মিয়াকে (২১) আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে প্রাইভেটকার চালক মো. রোকনুজ্জামানকে আটক করে পুলিশ। 


রোকনুজ্জামানের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওড়া ইউনিয়নের ভাঙ্গাহাটি পাড়া গ্রামে। সে ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। 

আরও পড়ুন: বিদ্যালয়ের ভেতর বালুর স্তূপে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র

চালককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে প্রাইভেটকার ভর্তি মদের চালান নিয়ে ঈশ্বরগঞ্জ হয়ে ভালুকার সিডস্টোরের দিকে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে গাড়িটি আটক করা হয়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ঢুকে ৬ জনকে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দেয় উপস্থিত  জনতা। কিছুক্ষণ যেতেই ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ সংলগ্ন সড়ক পাশের পিলারে ধাক্কা লেগে ফের নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। খবর পেয়ে পুলিশ প্রাইভেটকারটি আটক করে থানায় নিয়ে আসে। 


প্রাইভেটকারের ধাক্কায় আহতরা হলেন- বাচ্চু মিয়া (৪৫), মামুন মিয়া (৩০), চম্পা আক্তার (৩৫), বিপুল(২২), ফরিদ(২৫),শাহনাজ পারভীন (৩০)। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তারা সকলেই ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।


প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারানো স্থান পরিদর্শনকালে প্রত্যক্ষদর্শী আল-আমিন, আবু চান, হারুন, জলিল, আফজাল, বনি ও সম্রাট বলেন, ‘প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যাওয়া মাত্রই শতশত পথচারী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ঘটনাস্থলে। আমরা যখন আহতদের উদ্ধারে ব্যস্ত ছিলাম তখন অনেক মানুষ প্রাইভেটকারের দরজা ভেঙে ভিতরে থাকা বিপুল পরিমাণ মদের বোতল লুট করে নিয়ে যায়। তারা আরও বলেন, আহতদের বাঁচানোর পরিবর্তে মানুষের এমন কান্ড দেখে আমরা অবাক হয়েছি। কতটুকু নিচে নেমেছে তাদের মনুষ্যত্ব।’

আরও পড়ুন: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিদেশি মদের বোতল ভর্তি প্রাইভেটকারটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাইভেটকারটি তল্লাশি করে ৫৬ টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে চালককে গ্রেফতার করে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

]]>
সম্পূর্ণ পড়ুন